আগুন লেগেছে বনে পাখিদের কলরব,
ফুল পাতা বৃক্ষরাজি পুড়ে হলো ছাই সব ;
নীড় হারা পাখি সব হলো অতি দীন হীন,
রাজ্য হারা সিংহ রাজ হলো আজ পরাধীন।
চারিদিকে হাহাকার শোষণের কাঁটাতার,
মানবের আগমনে বন আজ ছারখার ;
ভালবাসা প্রেম নেই আছে ভয় হারাবার,
পশু পাখি ঘর ছাড়া কালো ছায়া চারিধার।
প্রজাপতি ডানা মেলে উড়তে আর চায়না,
ফুলকলিদের দেখা সে আর বুঝি পায়না ;
আগুনের ঝাপটায় পশু পাখি তড়পায়,
নিষ্ঠুর মানব বলে তারা নাকি নিরুপায়।
সভ্যতা আনবে টেনে গহীন এই জঙ্গলে,
পশু পাখি প্রজাপতি ঠাঁই নেবে সে দঙ্গলে।