দোষে গুনে আমরা মানুষ
ভুলের ঊর্ধ্বে নই,
সত্যকে যে মিথ্যে বানায়
তারা এখন কই?
উন্নয়নের জোয়ার এনে
খেল লো কত গেম,
হাজার কোটি পাচার করে
দেখায় স্বদেশ প্রেম!
গণতন্ত্রের মানস কন্যা
অবাধ ভোট দেয়নি,
বল প্রয়োগে রক্ত চুষে
ক্ষমতা ছাড়তে চায়নি!
আয়না ঘরে যেতে হতো
বললে সে সব কথা,
গুম খুনের সে বর্ণনাতে
প্রাণে লাগে ব্যথা।
দোষে গুনে র মানুষ যখন
পশুর চেয়ে অধম,
শাস্তি তাদের না দিলে ভাই
বৃথাই মোদের জনম।