মনটাকে চাই রাখতে বেঁধে
আপন সীমানায়,
সে তো বাঁধন ছিঁড়ে কোথাও
হারিয়ে যেতে চায়!
দুষ্টু এ মন মজ লো প্রেমে
যাহার আঙিনায়,
সে যে অন্য কার ও হয়ে
জানালো বিদায়!
তার স্মৃতি দেয় ব্যথা আমায়
কষ্ট দিতে ও পারে,
মন কে বলি ভুলে যেতে
হারিয়েছি যারে।
বেহায়া এই মনটা আমার
মানে না সে বারণ,
ভালোবাসে তবুও তারে
পাবে না সে যারে!