চারিদিকে কত মিথ‍্যাচার
সত‍্য বলাই যেন পাপ,
ব‍্যক্তিস্বার্থে কত অনাচার
জানিনা এ কোন অভিশাপ!
কেউ ক্ষমতায় থাকার লাগি
করে কত কুট কৌশল,
কেউ ক্ষমতা হারিয়ে হয় বিবাগী
ফিরে পেতে করে ছল্।
নিরিহ যে সেই আজ মরে ধুকে
মিথ‍্যা বলতে পারে না,
চাপা কান্না ঢেকে রাখে বুকে
প্রতিবাদও করে না।
মোসাহেব আর ঐ চামচারা
লুটেপুটে খাচ্ছে,
দরিদ্র যে সে তো দিশেহারা
অনাহারে মরছে।