সিংহ মামা ঘুমিয়ে রয়
আরাম আয়েশ করে,
শেয়াল এসে জানায় তারে
ইঁদুর ঢুকছে ঘরে!
খবর শুনে বনের রাজা
হাই তুলে কয় হেসে -
ইঁদুর আমার বন্ধু জানি
থাকবে ভালো বেসে।
শেয়াল বলে- শোন্ রে রাজা
বন্ধু ভাবিস যারে,
ঘরখানা তোর ফুটো করে
চাপা দিতে পারে।
দলে দলে আসছে ওরা
মানব বস্তি ছেড়ে,
সুযোগ পেলেই তোর ক্ষমতা
নেবে ওরা কেড়ে!
ক্ষুদ্র ভেবে বন্ধু ভেবে
করিস যারে হেলা,
দিনের শেষে সে ই দেখায়
মরণঘাতি খেলা।