সোনা ঝরা স্নিগ্ধ সকাল
অদ্ভুত বিহ্বলতা,
ক্ষরতাপের দীর্ঘ দুপুর
নির্জীব নিস্তব্ধতা!
বিকেলের নরম মুহূর্ত
অসম্ভব বিষণ্নতা ,
লোকালয়ের কোলাহলে
শুনি বিরহ বারতা!
গোধূলির রঙ লাল
যেন রক্তক্ষরণ,
রাত্রি এসে শুনিয়ে যায়
আসছে ধেয়ে মরণ!
দিন আসে দিন যায়
চেনা ক্ষণ বদলায়,
ভাল লাগার দিন গুলো
খুব দ্রুতই ফুরায়।