কিছু কাজ করতেই হবে,
কিছু কথা বলতেই হবে ;
মৌনতার দিন আর নাই,
স্বতস্ফূর্ত উচ্চারণ চাই!
ভাল কাজ করতেই হবে,
সৎ পথে চলতেই হবে ;
আপোষের দিন আর নাই,
প্রতিবাদে শক্তি খুঁজে পাই।
মিথ্যে কথা ছাড়তেই হবে,
ঘুষ দূর করতেই হবে ;
মানবতা শক্ত ভিত্তি চাই,
বৈষম্যের কোন ঠাঁই নাই!
জ্ঞান চর্চা চালাতেই হবে,
কু শিক্ষার দ্বার রুদ্ধ হবে ;
অন্ধত্বের দিন আর নাই,
আলোময় পথ খুঁজে পাই।
*****
কবিতাটি পরীক্ষামূলক ভাবে অক্ষরবৃত্ত ছন্দে ৪ ( চার ) ও ৬( ছয় ) মাত্রায় দুই পর্বে পয়ার সাজালাম, কবি বন্ধুদের এ বিষয়ে মতামত কামনা করছি।