রুদ্ধশ্বাস অনিশ্চয়তা ভরা এ জগৎ সংসার,
শোষণ বঞ্চনা আর বৈষম্যের তাপে জাগে হাহাকার।
দুর্নীতি দুঃশাসন বিচার হীনতায় চলছে সমাজ,
লুটেরা ব্যবসায়ী ভুমিদস্যুরা করছে রাজ।
অর্থ বিত্ত ক্ষমতার হাতে বন্দী সবাই,
অভাবী মানুষের পাশে দাঁড়াবার কেউ নাই ;
শিক্ষক বুদ্ধিজীবী পুলিশ আমলা বিচারপতি
সকলেই করে দুর্নীতি হয়ে সমাজের অধিপতি।
গরীব দুঃস্থ মধ্যবিত্তের জীবন যেখানে দুর্বিষহ,
মাদকের আগ্রাসী আক্রমণে যৌবন হচ্ছে অগ্নিদহ।
ধর্ষিতা নারীর আর্তনাদে কেঁপে ওঠে খোদার আরশ,
তবু মানুষ পায়না কেন প্রতিবাদের সাহস!
নৈতিক অবক্ষয়ে ক্ষত বিক্ষত মানব সমাজ,
চারিদিকে বাজে ডঙ্কা কায়েম হয়েছে মিথ্যার রাজ।