জানিনা এ কেমন ধারা চলছে আল্লাহ্ তোমার দুনিয়ায়?
কারও আছে ভূরি ভূরি কারও শূন্য থাকে ভাতের হাড়ি!
এক দলে খায় লুটে পুঁটে আর এক দলে ভিক্ষা করে খায়,
জানিনা এ কেমন ধারা চলছে আল্লাহ্ তোমার দুনিয়ায়!
ধনীর দুলাল ফুর্তি করে গরীবেরা শুধুই কষ্ট পায়,
এ জগতে মন্দ যারা তারাই করে নতুন গাড়ি বাড়ি ;
জানিনা এ কেমন ধারা চলছে আল্লাহ্ তোমার দুনিয়ায়?
কারও আছে ভূরি ভূরি কারও শূন্য থাকে ভাতের হাড়ি!