ভাবনা জাগে মনে
নর চিনবো লিঙ্গের গুনে,
নারী চিনার উপায় বলো
     নারীর চিহ্ন কোনখানে?
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
জন্ম-মৃত্যুর একই বিধান,
ভাবনা জাগে মোর মনে
    পার্থক্য তবে কোনখানে?

জীবন-মরণ কর্ম-সাধনা
এক ঈশ্বরের আরাধনা,
কে আল্লাহ, ইশ্বর-ভগবান?
      আমার মনে হয় ভাবনা।
মুসলিম জন্মে যেই পথে
অন্যদের পথ ভিন্ন কই?
মরার পরেও একই পথে
      মৃত্যুর স্বাদ আলাদা নাই।

জন্মের আগে একই সাথে
জন্মের পরে আলাদা হই,
মৃত্যুর পরেও একই জায়গা
     আলাদা করেছে ধর্মের বই।
জানি জীব হত্যা মহাপাপ
সকল ধর্মেই কয়,
সৃষ্টিকর্তাও এক সবারই
এমন প্রমাণই রয়।

আলাদা ধর্মে আলাদা কর্তা
আলাদা থাকলে বানী,
ভিন্ন হতো জন্ম-মৃত্যু
     অভিন্ন কেন মেহেরবানী?
হিংসা-বিদ্বেষ পরস্পরের
ঈশ্বরের হিংসা কোনখানে?
হায়াত-রিজিক একই সবার
     তার ধর্ম কী কে জানে?
২০/৪/২১