কই না তো?
আমাকে ছাড়া তোমার হয়নি কোন ক্ষত,
আমাকে ছাড়া শূন্য তুমি বললে শতশত,
আমাকে ছাড়াই তুমি দিব্যি বেঁচে আছো
যাও নি তো মরে, অবিচল অবিরত।
কতই তো বলতে-
আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না
হাসতে পারবে না, কেঁদেই কাটবে দিন
আমার ভালোবাসা ছিল নাকি
তোমার কাছে শত জনমের ঋণ।
কতটা কি সত্য?
আমি নাকি তোমার জীবনের অংশ
আমি নাকি তোমার সুখ বসন্ত,
আামাকে ছাড়া তুমি একবারে অচল
আমি নাকি তোমার সকল প্রশান্ত।
আসলে কি তাই?
আমি তো এখন আর তোমার নাই
দিন তো থাকেনি তোমার থেমে?
আমি ছাড়া আজ তোমার হয়তো
দিন চলে হরদমে।
হয়তো তুমি এখন...
আড্ডায় মেতে আছো কারো সাথে
স্ব-জোরে দিচ্ছো অট্ট হাসি,
আর তোমার স্মৃতি ভেবে আমি
নয়ন জলে যাই ভাসি।
আসল কথাটি হলো...
তোমার বলা কথাগুলো আবেগ মিশ্রিত ছিল
নয়তো তুমি কেমনে করে সবকিছু রও ভুলে,
আমিই কেবল বিস্মিত হই
স্মৃতির পাতা খুলে।
আবেগে যত বলাবলি...
তোমার কাছে আমার ভালোবাসা,
যেমন বাতাসে উড়ে যায় ধুলাবালি
চোখে দেখি উড়ছে আকাশে,
কিন্তু, যায় না রাখা ভরে ঝুলি।
২২/২/২৩