এ যুগের জয়গানে সময় কাটে মোবাইল ফোনে
ভার্চুয়ালে বিশ্বটাকে করছে যেন জয়,
আমার শুধু লাগে যেন ভয় ।
আনন্দে মুখরিত একা একা অবিরত
অন্ধকার ডাকছে আমায়।
খোকা খুকু বসে বসে মোবাইল টিপছে কসে
বাহিরটা তাদের এক যন্ত্রণাময়,
কোথাও নাই শান্তি জগতটা লাগে ভ্রান্তি
ঘরে বসে সবই হাতে পায়।
দেশ এগিয়ে গেছে নাকি পিছিয়ে যাচ্ছে?
মাঠ ফাঁকা নাই কেহ-ই নাই,
দুই একজন যাহা পাই আছে ওয়াইফাই
মোবাইল হাতে মাঠের পাশে বসা ছাঁই।
যে মাঠে থাকবে বল সে মাঠ অবিচল
বাতাসও নড়ে না সেথায়,
শুয়ে বসে ঘরের কোনে একা একা সংগোপনে
আনন্দ যা একত্রেই পায়।
এসব দেখে আমার সদা জাগে ভয়।।
ধুলোয় মিশে না তারা চরণ শিশির ছাড়া
পায়ে আর লাগছে না বল,
দূর্বল শুধুই দূর্বল শক্তি পায় না গায়ে
খানাপিনা সবই তো বিফল।
ভার্চুয়ালের তোপে কিশোর বন্দী খোপে
খেলে না সে মাঠের ধুলোয়,
মাঠের ব্যবহার নাই অট্টালিকা গড়ে তাই
মাঠে যেতে হাজারো বলায়।
মেধার বিকাশ ঘটে সর্বদা মোবাইল ঘেটে
সামাজিকতা গেছে তো হারায়,
মিশতে শেখে না তারা আপন স্বজনহারা
ভাটি লেগেছে আন্তরিকতায়।
এসব দেখে আমার লাগে যেন ভয়।।
পাড়া প্রতিবেশী কেহ না কারো দোষী
তবুও যে হয় না কথা,
নৈতিক শিক্ষা হারায় সব মহল্লা পাড়ায়
এগিয়ে আসছে না লাগলে ব্যাথা।
ভবিষ্যৎ কেমন হবে কে বুঝবে কবে?
না আসলে মাঠের ধুলায়,
তোমাদেরই দরকার খেলাধুলা আহার
আগামীর দিনগুলো চলায়।
রাখো ভার্চুয়াল বলছি না ওটা বিফল
বিকেলটা মিশো মাটির ধুলায়,
শক্তি আনো দেহে থেকো না ওই মোহে
বিকেলটা কাটুক খেলায়।
মাঠ ফাঁকা দেখে খুবই ভয় হয়।।