কোন এক শেষ বিকেল বেলা
বিশাল আকাশে মেঘের খেলা,
সাগরে ঢেউয়ের উচ্ছ্বাস উঠেছিল
গড়েছিল আবেগ নীলের ভেলা।
ঝর্না ধারা বইছিলো বেকুল
সাগরে মিশবে জলপ্রপাত,
শিরোনামহীন প্রেম আবেগে
নিয়েছিল মন প্রেমের স্বাদ।
আবার মিছেমিছি ভালোবেসেছে
বৃষ্টির জলে ভিজবে বলে,
টিউলিপের গন্ধ শুকতে গিয়ে
নাসিকা এগালো সব ভুলে।
গন্ধহীন এক ফুলের নেশায়
অর্থহীন ছুটে চলা রঙিন দিশায়,
কালো মেঘে ঘনীভুত আকাশ
অবুঝ মন বলে শুধুই হায় হায়।
২৩/৮/২৩