শিক্ষক আমি এমন কি ক্ষমতা
আছে আমার ভান্ডে,
আমি তো পারি না কোন কিছুই
ঝুলাতে পারি না দন্ডে।
আমি তো পারি না শাসন করতে
না পারি অপরাধ রুখতে,
আমি পারি না অপরাধ করতে
পারি ভোগান্তি ভুগতে।
আমি শিক্ষক! এক মহান পেশা
আমি নাকি কারিগর!
আমার আদর্শে দেশ পরিবর্তন
পরিবর্তন নাই আমার।
আমার পেশাটা মহান শুনলেও
বেতন মহান নয়,
মহান পেশার মানুষ হয়েও আজ
পাই কেন এতো ভয়?
সামাজিক মর্যাদায় শীর্ষে আমি
লোক মুখে যা শুনি,
অর্থের মানদণ্ডে আমি হলাম
মর্যাদাহীন এক গুণী।
দুই টাকার মাইনে নিয়ে আমি
সারা মাস খেটে যাই,
কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জনে
আমার সুযোগ নাই।
আমার ব্রত আমি- পালনে ব্যস্ত
শিক্ষকতা ভালোবেসে,
ন্যায্য অধিকার থেকে বঞ্চিত
শিক্ষক হেয়ে গেলাম ফেঁসে।
শিক্ষক আমি মর্যাদা আমার
উপার্জিত আদর্শের বলে,
শিক্ষার্থী ছাড়া অন্যদের কাছে
আমার মর্যাদাই বিফলে।
অর্থের মানদণ্ডে মর্যাদা সমাজে
ক্ষমতাও বিবেচনায় রয়,
আমি শিক্ষক! দুটো-ই নাই আমার
কিভাবে মর্যাদা রয়?
বাদশা আলমগীর দিয়েছেন তিনি
সেদিন শিক্ষকের মর্যাদা,
জাতি গঠনের শীর্ষে রেখেছিলেন
করতে চায়নি পেয়াদা।
৩১/০৭/২৩