শয়তান কি যায় চেনা?
না করে লেনাদেনা,
ঈমানদারের মতই সে
করে আনাগোনা।
ঈমাম বেশে চলাফেরা
ঈমানী হালত তার,
চেনা যাবে শয়তানকে
অর্থ দিলে ধার।
আহা! কত যে ভদ্রলোক
মুখে মিষ্টি হাসি,
নম্রতায় তার নাই তুলনা
অসাধারণ ভাষী।
কথায় কথায় মিথ্যা বলে
মিথ্যার উপর ঠাঁই,
প্রতারণা জালিয়াতি-
পারে না এমন নাই।
সত্য বললে মান যায় তার
সত্য বলতে নারাজ,
দেখলে বুঝায় ঈমাম হয়তো
আসলে তার সাজ।
মুখের সাথে মনের কথার
নাই যে কোন মিল,
মোনাফেকি ভরা মনে
ফাঁকা নাই এক তিল।
ওয়াদা খেলাফ তার আদর্শ
এটাই মহান গুন,
যেমন- স্বাদ হয় না তরকারিতে
না দিলে তাতে নুন।
বোঝাই যায় না ভেশ ভুষাতে
শয়তান নাকি ঈমাম,
কর্মের মাঝে বুঝাতে সক্ষম
শয়তান তার নাম।
যার উপরে পরে কখনো
শয়তানের এক হাত,
সে হবে মানসিক রোগী
জীবনাটাই বরবাদ।
২৪/৮/২৩