সারা জীবন দায়িত্ব মাথায়
ঘুরে ফিরে দিবা রাতি,
জন্মের সময় পিতামাতা ভাবে
আসছে ভিটার বাতি।
জন্মেই যেন দায়িত্ব দিয়ে
করেছে লালন পালন,
আস্তে আস্তে বর্ধিত গতরে
দায়িত্ব পাখনা মেলন।

হাঁটতে শিখতেই নির্দেশ মান্য
এটা ওটা এনে দেয়া,
বাবার কাজে সাহায্যের সাথে
বেয়ে চলা সংসার খেয়া।
বড় হতে হবে, তবে অনেক বড়
হতে হবে বিশ্ব সেরা,
আমি পুরুষ! তাই আমায় নিয়ে
সবারই স্বপ্ন ঘেরা।

দেশের কাজে দশের কাজে
এগিয়ে সবার আগে,
রাত-বিরাতে বিপদের সাথে
দ্বায়িত্ব মাথায় জাগে।
সংগ্রামে বীর লড়তে পুরুষ
দেশ রক্ষায় গুরুদায়,
কঠোর শক্তি মনোবল নিয়ে
পুরুষরাই সব জায়গায়।

বীরের বেশে পীরের বেশে
জয়ের পথে পুরুষ,
নবাবের রূপে জবাবের মুখে
জয় করিতেও রুশ।
পুরুষ আমি দায়িত্ব আমার
সবার চেয়ে বেশি,
আমার মনোবল সবার শীর্ষে
শক্ত আমার পেশি।

খেলায় জিতা সংগ্রামে মাতা
ধৈর্যের সাথে পথ চলা,
সমুদ্র জয়ের নাবিক পুরুষ
মাধুর্যের সাথে বলা।
সৃষ্টির মাঝে উত্তম অধিকারী
সৃষ্টিকর্তার পালোয়ান,
আমি পুরুষ আমারই আছে
বিশ্ব সেরা সম্মান।

১৯/১১/২১
বরিশাল