রাত থমথম থেমে আছে দম
মেশিন গানের শব্দ,
ডরে কাঁপে বুক করে ধুকপুক
হয়েছে কেউ জব্দ!
গভীর রাতে সব ঘুমে যখন
ট্যাংকবাহিনী তৎপর,
নেমেছে হত্যায় করবে বিদায়
বাঙালী করতে উজাড়।
বাঙালির স্বপ্ন সব করবো বিপন্ন
এই রাতেই হবে শেষ,
কিসের স্বাধীনতা! রাখবো পরাধীন
নয়তো হবে নিরুদ্দেশ।
টেলিফোন, টেলিগ্রাফ, যোগাযোগ বন্ধ
হঠাৎ নেমে এলো আঁধার,
স্বাধীনতার ডাক! হানাদারের হাঁক
করে নির্মম অত্যাচার।
পাক-বাহিনীর দল ছড়িয়ে পরেছে
সারা শহরে দেয় টহল,
অবরুদ্ধ করে দেয় বিভিন্ন প্রতিষ্ঠান
করে বিশ্ববিদ্যালয়ের হল।
বুদ্ধিজীবি খুঁজে তালিকা বুঝে বুঝে
ওরা বুকেতে চালায় গুলি,
অপারেশন সার্চলাইট নামে ফুলনাইট
সাবার করতে বাঙালি।
স্বাধীকারের স্বপ্ন গুড়িয়ে দিতে হবে
ইয়াহিয়ার নির্দেশন,
পাক-হানাদার বাহিনী সারারাত ধরে
চালিয়ে যায় মিশন।
একরাতেই শেষ এক লক্ষাধিক
তবুও নয় কেহই ভীতু,
মুক্ত করতে দেশ প্রাণের বাংলাদেশ
হয় যদি হোক মৃত্যু।
ওরা নির্মম ভাবে অত্যাচার করে
নিরস্ত্র বাঙালির উপর,
ওরা গণধর্ষণ আর গণহত্যা করে
রাত যতই হয় আঁধার।
পারেনি দমাতে ২৫ মার্চ রাতে
বাঙালি নও-জোয়ান,
নয় মাস পরে বিজয় নিয়ে ঘরে
বাঙালিরা হয় আগুয়ান।
২৬/৩/২১
আলেকান্দা, বরিশাল