হাতিটি ধরে আঁকাবাকা পথে হাঁটতেও
শিহরিত হয়না লোম, শীতল হয় না বুক
কি আশ্চর্য! কেন এমন মরুভূমির মতন,
প্রেমহীন মিছেমিছি পাশাপাশি চলা,
নেই যেন সুখ।
কোন নারীর সঙ্গে না লাগতেই স্পর্শটা,
শজারুর মত জেগে উঠতো লোমশ কাটা
দেখতেই মনে উরুউরু শিহরিত হতো গা
চিনচিন শব্দ হতো ঝিনঝিন করতো পা-টা।
কম্পিত হতো বুক।
স্পর্শ ছাড়া আপাদমস্তক ঘেমে যেত আগে
নারীর দর্শনে নেচে উঠে মন কি এমন আবেগে,
আজ হয় না অমন কম্পিত, হয় না মন স্থির
অস্পর্শেই কামের ঢেউ জেগে উঠতো দেহে
স্পর্শে নাই তেমন ঝুক।
না পাওয়াই ছিলো এককালে উষ্ণ আবেগ
না পাওয়াই ছিলো উত্তেজনার ঝড়,
পেয়ে যেন আর আবেগ আসে না
পাওয়াটাই হলো বুঝি পর।
আর হই না তো উৎসুক।
তবে কি না পাওয়াই ছিলো ভালো?
জ্বলে উঠতো মোমের আলো,
অদৃশ্যে তাকে ভাবতেই ভালো লাগতো
অংকিত হতো প্রেমের ফুল।
ভরে যেতো সুখে বুক।
০৮/০৮/২৩