**************
মৃত্যুকে ভয় লাগে মোর
জাহান্নাম নাহি ডরি,
জান্নাতে চাই সবাই যেতে
চাই না আমি মরি।
ভয় করছি আমরা যতো
মরতে সবার হবে,
জান্নাত কি পাবো সবাই
কি করেছি ভবে?

জান্নাত আর জাহান্নাম বলি
মরার পরেই রয়,
মরতে নাহি চাইলে কেমনে
জান্নাত পাওয়া যায়?
ভালো কাজের সুফল সেথা
মন্দের কুফলও রয়,
জান্নাতের সুফল পেতে হলে
ভালো কাজ করতে হয়।

ভয় করো না মৃত্যুকে কেউ
জাহান্নাম করো ভয়,
তবেই মৃত্যু সহজ হবে ভাই
জান্নাত হবে জয়।
ষড়রিপু কেউ হৃদয় থেকে
ধুয়ে মুছে দিলে,
তবেই মৃত্যু সহজ হয়ে যায়
জান্নাত যাবে মিলে।

মানব সেবায় পড়ে থাকো
বেশি করো দান,
মুখের ভাষায় লাগাম মারো
দাও মোহ বিসর্জন।
দুর্বল করো মনের আবেগ
দম্ভ নাহি থাকে,
প্রার্থনা করো তাহার কাছে
যিনি বাঁচায়ে রাখে।
****************
০২/১১/২০
আমতলী, বরগুনা