*******************

আয়না পরিষ্কারে কি লাভ হয়
চেহারায় যখন ময়লা রয়,
মনের ময়লা কখনো দূর হবে না
শরীরে যতই সাবান দেয়।
মনের সাথে জড়ানো মানবতা
মনুষ্যত্বও যেন মনে রয়,
মানুষ হতে হলে মন থাকতে হয়
মন হারায়ে অমানুষ হয়।
বাহ্যিক ময়লায় হয় পরিবেশ নষ্ট
মনের ময়লায় হয় মানবতা,
মানবতাহীন মানুষ অমানুষের মত
আন্তরিকতা হয় ভোতা।
মন না থাকলে মানুষ হওয়া যায় না
মন থাকলেই মানুষ নয়,
মন, মনুষ্যত্ব, মানবতা ও মানুষ
"ম" দিয়েই শুরু হয়।
*******************
২৩/০৯/২০