আমি কারো নয়তো প্রিয়
নয়তো কারো জান,
সবাই আমার সাথে করে
নিত্য নতুন ফান।
অভিনয়ে আমি মঞ্চতলা
হাতের তলোয়ার,
কখনো আমি নাচের পুতুল
নাই কিছু বলার।
অস্থায়ী এক কারসাজিতে
আমি কাগজ ফুল,
সব বুঝিলেও না বুঝি মোর
কোনখানেতে ভুল।

আমি সুরসুড়িতে হাসছি কত
কাঁধছি কত ভুল,
মূল হাসিতে নাইকো আমি
ভুল হাসি তুমুল।
আবেগ দিয়ে জড়ায়ে ধরে
নকল ভালোবাসায়,
ছুঁটছি মরিচীকার পিছুপিছু
হয়তো কোন আশায়।
কার মনে কি লালন করে
কার হাসিতে বিষ!
না বুঝে যাই নির্বোধ কানাই
পাইলেও মিথ্যে শিস।
২৮/৩/২১