আমি হেরে যেতে ভালোবাসি,
জিতার চেয়ে হারার মাঝে
আনন্দ অনেক বেশি।
জিতবো জেনেও হার বেচে নেই,
আমি সবাইকে জিতিয়ে দেই,
আমি হারতে পেরে যেই সুখ পাই
জিতার মাঝে তা নাই।
আমি হেরে যেতে ভালোবাসি জিততে নাহি চাই।।
জিতার চেয়ে হারার মাঝে
আনন্দ অনেক পাই।।
হারার মাঝেই জিত খুঁজে পাই
আমি তাই তো হেরে যাই,
জিতার আনন্দ সামান্য ক্ষনের
আমি হারতেই সদা চাই।
আমি হেরে যেতে ভালোবাসি জিততে নাহি চাই।।
জিতার চেয়ে হারার মাঝে
আনন্দ অনেক পাই।
তোমরা আমায় হারিয়ে দাও
বিজয়ের নিশান উড়িয়ে যাও,
হেরে যাওয়ার গ্লানি আমায়
দাও ফিরিয়ে দাও।।
আমি হেরে যেতে ভালোবাসি জিততে নাহি চাই।।
জিতার চেয়ে হারার মাঝে
আনন্দ অনেক পাই।
হেরেছে যেজন হাসি মুখে
হারতেই সেজন চায়,
জিতিয়ে দিলে সেজন কভু
আনন্দ নাহি পায়।
আমায় হারিয়ে দাও
বিজয় নিশান উড়িয়ে যাও
তোমাদের জিতিয়ে সুখ পাই
আমি সর্বদা হারতে চাই।।
আমি হেরে যেতে ভালোবাসি জিততে নাহি চাই।।
জিতার চেয়ে হারার মাঝে
আনন্দ অনেক পাই।
৬/৫/২১
অস্থায়ী কুটির, আমতলী।