***কবি কবীর হুমায়ূন এর কবিতায় অনুপ্রাণিত হয়ে লেখা, কবিতাটি তাকেই উৎসর্গ করলাম। আমি কবি না, কবিতার ভুলগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।****
--------------------------------------
ছন্দ নিয়ে যখন বাড়াবাড়ি
দ্বন্দ আসে তারাতাড়ি,
ক'জন বোঝে ছন্দের ধারা!
কে দিয়েছে হাতে খড়ি?
ভাবের দেশে ডুবলেই কেহ
লিখতে পারে কিছু,
ভাব আগে না ছন্দ আগে?
না! ধরবো কবি'র পিছু?
কেউ গল্পের বই পড়ছে কত
কবিতাও শতে শতে,
সবাই তো লিখে না কবিতা
গল্পও নিজের হাতে।
কবি হতে চাও? আগে ভাবো
ভাবনা আনো চিত্তে,
লিখতে থাকো মনের তালে
ছেড়ো না মাত্রাবৃত্তে।
একক ভাবনায় লেখা শুরু
করো না ছায়ালিপি,
নকল করলেই দেখবে হাতে
বোতল ছাড়া ছিপি।
লেখা শেষে যাও ভাবের দেশে
ডুবে খুঁজে নেও মিল,
দেখো মাত্রা, বৃত্ত ও ছন্দ খুঁজে
তাল আগেই ছিল তিল।
প্রারম্ভে ভাবলে কেহ মাত্রা-ছন্দ
তিলেই হবে অবসান,
হবে না কখনো ভাব প্রকাশন
কবিতা কিংবা গান।
---------------------------------
আমতলী, বরগুনা।
৩০/৩/২১