পৃথিবীর এই বর্জ্যগুলো
   যদি করা যেতো ত্যাগ,
                কতই না সুন্দর হতো?

দূর্নীতি আর দূর্ব্যবহার
   যদি বন্ধ করা যেতো,
               শান্তিতে দিন কাটিতো।

হানাহানি আর মারামারিতে
           সবে থাকলে বিরত,
                  শৃঙ্খলা ফিরে পেতো।

মানবতা আর মনুষ্যত্ব সবার
           বিবেকে করলে বাস,
                 পরিবেশ ফিরে যেতো।

কারো না থাকলে অহং-বিদ্বেষ
         থাকতো না কোলাহল,
               সমালোচনাই উঠে যেতো।

নষ্ট মনের মানুষগুলো যদি
     ফিরে পেতো তাদের মন,
              তবে বিবাদ নাহি আর হতো।

আন্তরিকতা থাকলে হৃদয়
      থাকতো না কারো ভয়,
            বিপদে কাছে এগিয়ে যেতো।

নষ্ট মনের মানুষগুলো সব
       ধরনীর বর্জ্যের মতো,
           পরিষ্কারে পৃথিবী প্রাণ পেতো।

২৩/০৯/২০
আমতলী, বরগুনা।