ন্যাড়া নিত্য যায় না সত্য
বেল গাছের তলায়,
আমি নিত্য যাচ্ছি কেন
ফিরছি না বলায়।
ঠকতে আছি বারে বারে
হয় না তব লাজ,
ভুলে যাই মিষ্টি কথায়
পাইলে মুখে সাজ।
ঠকলে পরে কানে ধরে
বলি এটাই শেষ,
আবার ঠকি মিষ্টি কথায়
গেলে আগের রেষ।
ন্যাড়ার মত শিক্ষা হয় না
যতই পরে বেল,
সফল হতে গিয়েও যেন
করে বসি ফেল।
ধোঁকায় পরে বোকা সেজে
চুপ করে রই শেষে,
আমার মত বোঁকা হয়তো
নাই কোন দেশে।
দোষী হলেও দোষ আমার নয়
গলি দুখের কথায়,
ভাবি তখন আসলেই সে
অনেক অসহায়।
আসলে তার বাটপারিটা
পরে যখন বুঝি,
অভিজ্ঞতা হলেও তখন
রাখা হয় না পুঁজি।

২৫/০৮/২৩