বলো শুনি, বাবার মত আছে কোন ছায়া?
কে দেখালো মায়ের চেয়ে অত বেশি মায়া?
বোনের চেয়ে বাসে ভালো আছে এমন কেউ?
আপন ছাড়া অথৈ পাথারে আঁচড়ে পরে ঢেউ।
ভাইয়ের চেয়ে শক্তি বড় আছে কোন কিছু?
দূরে থেকেও লক্ষ্য রাখে মা যে পিছু পিছু।
থাকতে কেহ বুঝি না কো আপন কোন জন,
স্বার্থের পিছে ছুটলে ছিন্ন হয়, রক্তের বন্ধন।
সূর্যের চেয়ে দেয়নি বেশি অন্য কেহ আলো,
মায়ের চেয়ে এ জগতে বাসে না কেউ ভালো।
বাবার ছায়ায় বড় হওয়া সহজ এছাড়া বন্ধুর,
যেমন মাঠে ঘর্মাক্ত গা লাগে যত রোদ্দুর।
যার বাবা নেই সেই বুঝে বাবার ছায়ার অভাব,
পৃথিবীটা কতটাই কঠিন কেমনই হাবভাব।
মায়ের আদর না পেয়ে যে হয়েছে আজ বড়,
হেলা ঠেলা তার কাছে ধুলোর চেয়েও গুঁড়ো।
পিতৃহারা মাতৃহারা উভয় হারা যে জন,
তার কাছে সবই অভাব কাঁদে সর্বদাই মন।
যার বেঁচে নেই পৃথিবীতে কোন আপন জন,
সেই তো বুঝে পৃথিবীটা কতটাই কঠিন।