****************
আমরা হলাম আমাদের খুনি
ভাবছেন কি বলছে ইনি?
দোষ দিবেন না বলছি শুনেন
প্রাকৃতির কাছে আমরা ঋনী।
অপরিকল্পিত নগরায়ন মোদের
ইচ্ছা মতো যেন গড়ছি ভাই,
বাসাবাড়ির সব জায়গা নিচ্ছি
আসা যাওয়া জন্য রাস্তা নাই।
ফসলের মাঠে ফলন বাড়াতে
পরিমিত নয় কীটনাশক,
যখন তখন করি সার প্রয়োগ
নাই উর্বরতা পরিমাপক।
চিমনি ছাড়া তৈরী ইটের ভাঁটা
ধোঁয়া-ময়লা যাবে কই?
পরিবেশ নষ্ট করলে কি হবে?
উপযুক্ত তথ্যে দিছি সই।
ধ্বংস করতেছি বনায়ন যতো
রোপন করি কয়টা গাছ?
চিকন ফাঁসের জাল দিয়ে মোরা
নিত্য ধরছি ছোট মাছ।
মা মাছকে মোরা ধরছি গোপন
ধ্বংশ করছি কত ডিম?
খেতে চাই আবার মাছে ভাতে
কথাগুলো হয়তো নিম।
বাজার করতে ব্যাগ নাই সাথে
ভরসা মোদের পলিথিন,
ভেবে দেখেছেন কখনো কি?
পরিবেশের রূপ মলিন।
বিবেক আছে তব বিবেচনাহীন
কথা নয় মোর সমীচীন,
আমার ভুলে আজ আমি ধ্বংস
সতেজতা সকল বিলীন।
*****************
২৬/০৯/২০