*******************
তুমি ভালোবাসো আমার কবিতা,
ভালোবাসো আমার কন্ঠের গান
ভালো লাগে আমার কথা বলনের ধরন,
আমার হাসি, আমার পোশাক পরিচ্ছেদ,
আমার সুঠাম দেহের গঠন।
তুমি ভালোবাসো আমার গল্পের বই,
ভালোবাসো আমার সততা,
ভালো লাগে আমার ভদ্রতা
আর ভালো লাগে আমার যোগ্যতা;
আমাকে তোমার ভালো লাগে না।
আমাকে যদি তুমি ভালোবাসতে?
তবে আমার ভালো বিষয়গুলো ভালো লাগতো
আবার খারাপ বিষয়গুলো ভালো না লাগলেও
তুমি মিলিয়ে নিতে তোমার সাথে।
তুমি আমাকে ভালোবাসলে?
আমাকে কখনো হারাতে পারতে না,
আমাকে ছাড়া বাঁচতে পারতে না।
আমার ভালো কিংবা খারাপ বিষয়গুলো নিয়ে
বিবেচনা করতে না।
যদি আমার জন্য তোমার মন কাঁদতো,
আমার যোগ্যতা, ভদ্রতা, আমার সৌন্দর্য
তোমার কাছে একটা তুচ্ছ বিষয় হতো।
তোমার বিবেচনা করার সময় থাকতো না
তুমি আমাকেই চাইতে তোমার করে নিতে।
তুমি যদি আমাকে ভালোবাসতে?
তবে আমার পছন্দ অপছন্দের উপর
তোমার গুরুত্ব থাকতো;
আমার ভালো লাগা নিয়ে ভাবতে
কোন অভিমান তোমাকে ছুতে পারতো না।
তুমি আমাকে হারানোর ভয় পেতে
আমার লেখা কবিতা তোমাকে আনন্দ দিতো না
আনন্দ দিতো আমার অনুভূতি,
আমার লেখার ভাব গভীরতা, বিষয়বস্তু
তোমার প্রতি আমার টান, ভালো লাগা আর প্রেম।
তুমি আমার লেখায় ছন্দ খুঁজো,
আমার কথায় আনন্দ, আবেগ খুঁজে বেরাও
আমার কবিতার প্রেমে পড়েছো, আমার নয়।
একদিন আমি ছন্দ হারিয়ে ফেলবো
কবিতা লেখা বন্ধ করে দেবো,
আমার রূপ যৌবন হারিয়ে যাবে,
বুড়িয়ে যাবে আমার ত্বক, চুল, দেহ,
এমনকি আমার সাবলীল উচ্চারণও হারাবে।
একদিন আমার সততা, ভদ্রতা, যোগ্যতা থাকলেও
কোন কাজে আসবে না।
সেদিন তুমি আমার থেকে হারিয়ে যাবে,
আমাকে ছেড়ে চলে যাবে,
কারন তুমি আমাকে ভালোবাসনি;
ভালোবেসেছিলে আমার বাহ্যিক আবরণ।
************************
২৭/০৯/২০
রাত -০২ঃ০৪
আমতলী, বরগুনা।