নিদারুণ নিষ্ঠুর অংশুমালী
ছড়িয়ে আলোক শিখা,
উত্তপ্ত করে পুড়ে মারে
বাড়তে দেয়নি শাখা।
শুকিয়ে জল পুকুর বিল
সব কিছু চৌচির,
তৃষ্ণা মিটাতে পায়নি কেহ
পশুপাখি অস্থির।
পবনহীন ধরণী রাতদিন
উত্তাপ নাহি সরে,
অসহ্য যন্ত্রণা নাহি মন্ত্রনা
ঘামস্রোত বহে শরীরে।
স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আজি
মেঘ জমেছে পূর্বগগণে,
দখিনা বাতাস উড়িয়ে দিল
শান্তি এসেছে মনে।
বহুদিন পরে স্নান করছে
আকাশ বেয়ে বৃষ্টি,
তপ্ত রোদে ফাটল ছেড়ে
মৃত্তিকা পায় কৃষ্টি।
তরুলতা আজ তৃষ্ণা মিটায়
শিরায় শিরায় জল,
কাষ্ঠ তরু পেয়েছে ফিরে
শরৎ কালের বল।
০৫/০৫/২৪