+++----------
তোমার দেহের একটি অঙ্গ
আমার কাছে প্রিয়,
লুকিয়ে লুকিয়ে দেখবো প্রিয়া
একটু খুলে দিও।
দেখবো আমার নয়ন ভরে
ছুইবো আমি হাতে,
নাক ডুবিয়ে ঘ্রাণ নিবো
এলোমেলো প্রভাতে।

তোমার মুখের হাসি প্রিয়
হাসলে লাগে বেশ,
হাসলে যেন সব ভুলে যাই
অভিমানের রেশ।
শাড়িতে অনেক লাগে ভালো
সবুজে লাল পরী,
মনে চায় তোমায় ছুটে গিয়ে
হাতটি একটু ধরি।

গুটি গুটি পায়ে হেটে চলো
পিছনে থাকি চেয়ে,
অবাক চোখে তাকিয়ে দেখি
কেশগুলো যায় বেয়ে।
দেহের সাথে দুলতে থাকে
খোপায় খোলা চুল,
আমি কল্পনাতে হারিয়ে যাই
ছুঁয়ে দেই কানের দুল।

খোলা আকাশে নীলের মাঝে
সাদা পরীর বেশে,
খোলা চুলে নিতম্বের দোলে
মন কেঁড়ে নেয় শেষে।
সবুজ সমারোহ সবুজ শাড়িতে
একা পথে চললে,
পাগল করে দেয় সবুজ কন্যা
আঁকাবাকা কেশ দুললে।
           -------------+++
১৮/০৯/২০