তর্ক করা মূর্খের কাজ, জ্ঞানী জনার বানী;
তর্ক তবুও করতেই হয়, কে কজনা মানি?

সকালবেলা চা দোকানে, জমিয়ে তর্ক করি;
কোনো বিষয় বাদ যায় না, সব কিছুই পারি।

কোথায়, কী, কবে হলো, জিজ্ঞেস করো আমায়;
যুক্তি  সহ প্রমাণ  দিয়ে, বুঝিয়ে দেবো তোমায়।

সকল খবর এই পৃথিবীর, মাথায় করে রাখি;
বাড়িতে বউ কী রাধিবে, সেদিকে দেই ফাঁকি।

এখানে ওখানে সবখানেতে, তর্কের গন্ধ পেলে;
জড়িয়ে পড়ি নিজে নিজেই, কাজ কর্ম ফেলে।

তর্কে আমায় জিততে হবে, এটাই আমার পণ;
মুখে না জিতলে পড়ে, হাতেই করি রণ।

তর্ক যেথায় আমি সেথায়, সঠিক রাখি হুস;
তর্কে জিতেই জিতে নেবো, পদবী মহাপুরুষ।

তর্ক ছাড়া হয়না হজম, আমার দানা পানি;
আড্ডা হলো তর্কশালা তাই, আড্ডা দিতে জানি।

তর্কে মোরা পারদর্শী, তাই তর্ক ভালবাসি;
ছেড়ে দিলেও তর্ক মাঝে, বারবার ফিরে আসি।

তর্কটা তাই চলতে থাকে, বাঙালির জীবন জুড়ে;
বিশ্বাসে - তে মিলায় বস্তু, তর্কে বহুদূরে।।


             ____------____


16/09/2024