একি নৌকার যাত্রী মোরা
যাবো একি অন্তে,
তুমি আছো একদিকে আর
আমি আরেক প্রান্তে।

অগভীর মহাসমুদ্র মাঝে
দুজনেই জলে ভাসি,
একের দুঃখে অন্যজনা
খিলখিল করে হাসি।

তোমার তলায় ছিদ্র হলে
তুমি ছেঁকো জল,
নিশ্চিন্ত ভেবে আমি
খাই সাধের ফল।

ভাবি মনে তুমি পাপি
মরো নিজকর্মে,
বাঁচতে মিছে চেঁচাও কেনো
দোহাই কেনো ধর্মে।

ছিদ্র খানা হইল বড়ো
ডুবলো নৌকা খানি,
তুমি তো বেশ সাঁতারে বাঁচো
আমি তাও না জানি।

তোমার সনে আগেই যদি
কাজে দিতাম হাত,
হতোনা এই দুর্গতি আমার
হতাম না বরবাদ।
  -------*****-------

Date-
১৭/০৪/২০২৫
--------------------