আমি থাকি টিনের ঘরে
অদ্ভুদ এসি রুম,
শীত কালে ঠান্ডা বেশি
গরম কালে হয়না ঘুম।

শিশির ঝরে টপ টপ করে
চালের টিন চুঁয়ে,
নাকে মুখে পড়ে আমার
থাকি যখন শুয়ে।

লেপ কম্বল কাজ করেনা
এমন ঠান্ডা ঘর,
শীতের দিনে আত্মীয়রা
হয়ে যায় সব পর।

গ্রীশ্মকালে অতি গরম
ঘরে থাকা দায়,
গাছতলা করি বাসা
হয়ে অসহায়।

মনে হয় কেউ ঘরের চালে
লাগিয়ে দিলো আগুন,
এমন গরম হয় রে টিন
যেন সেদ্ধ হবে বেগুন।

মাথার ওপর সিলিং ফ্যান
আগুনের ঝাঁজ ছাড়ে,
সেই ঘরেতে দুপুরের ঘুম
কে ঘুমোতে পারে।

বর্ষা কালে বৃষ্টির আওয়াজ
পরিষ্কার শুনতে পাই,
মেঘের গর্জন শুনে কভু
চমকে উঠে যাই।

পাড়ার কোনো অনুষ্ঠানে
ডিজে বাজলে ভাই,
সেই রাতে ঘুমোনোর মতো
কোনো উপায় নাই।

থোরো থোরো কেঁপে ওঠে
আমার ঘরের টিন,
ডিজের তালে নাচে দেওয়াল
তাক ধিন তাক ধিন।
  ********
Date-
৯/১২/২০২৪
----&&&----