জীবন অবুঝ, চির সবুজ
যেন তরতাজা,
নিষ্ঠুর মনে, অতি গোপনে
ভাবিলো তেজপাতা।
জেন্ত গাছে, যেমন আছে,
কচি তেজপাতা,
ছিল জীবন, আমার তেমন
উঁচু ছিল মাথা।
একদিন হঠাৎ, দিলো যে করাত,
কচি পাতার ডালে,
ভাবেনি পাতা , কী লিখেছে বিধাতা,
কী বা আছে কপালে।
হয়তো,
ভেবেছে মনে, মনেরি গোপনে,
পাবো কিছু ভালো,
আমারে আদরে, যতনে কাঠুরে,
কতই কষ্ট পেলো।
রোদে শুকাইয়া, সোহাগ মাখাইয়া,
সুরক্ষিতে রাখিলো,
না জানিয়া তার মন, বুঝিলাম এখন,
কী দশা মোর হইলো।
কষ্কসে গরম তেলে, আমারে পাঠাইলে,
এই ছিল কাঠুরের মনে,
আমি তেজপাতা, বুঝিনি আগে তা,
বুঝলাম এতক্ষনে।
********&&&*******
Date-01/02/2025
----------&&&---------
Time - রাত্রি ১ টা