শ্মশানে পুড়িছে দেহ ,
        তবুও বোঝেনা কেহ,
                আমিও একদিন হব ছাই,
কত দিন বয়ে যায়,    
          করি শুধুই হায় হায়,
                 সময় তো বেশি আর নাই।

শ্মশানের চুল্লি খানা,
        নাহি তার কোনো মানা,
                হোক না কাঙাল বা ধনী,
সবে পুড়ে খায় সে,
        এক পলকের নিমেষে,
                আসুক না যত মানি গুনি।

কে কী করেছে কাজ,
          ফকির নাকি মহারাজ,
                একটাই বিচার এই ঘাটে,
চার দিকে চারটি খুঁটি,
       মেঝেতে কাটিয়া মাটি,
              শোয়াইবে চিতার ওই খাটে।

সোনা দানা ছিল যত,
        পোশাক পরিচ্ছদ কত,
            সব কিছু খুলিয়া যে নেবে,
খড়ির বিছানা গড়ে,
        শয়াইবে উলংগ করে,
              সঙ্গে তোর কিছুই না দেবে।

থাকে যদি পুত্রধন,
         মুখে তোর দিবে আগুন 🔥
             বাকি সবে একটু দেবে খড়ি,
কীর্তিনিয়া সঙ্গে গেলে,
          খোল আর করতালে,
                বলবে সবে মুখে হরি হরি।

ধোঁয়ার মাঝে বিলীন হবে,
        সকলে চাহিয়া রবে,
           বুঝিবে না তোর কোনো ব্যথা,
যে করিবে সৎকার,
      হোক না আপন তোর,
           ডাঙ্গাইয়া ভাঙবে যে মাথা।

নামি দামি গাড়ি বাড়ি,
         সব কিছু পেছনে ছাড়ি,
            শ্মশান হবে তোর ঘর,
অহংকার করো ত্যাগ
        বয়স কত হলো দেখ,
            ডাকিছে স্মশান দুদিন পর।।
         --------*****--------    
          
Date-
২৭/১০/২০২৪
-------------