বাংলা, বলে - আমি বাঙালির
আবেগের এক ভাষা,
আমার উপর নির্ভর করে
পূর্ণ করে আশা।
ছড়া ছন্দে দেই আনন্দ
হাঁসাই কাদাই গল্পে,
আমি  এত সহজ সরল
বাঙালি শেখো অল্পে।

ইংরেজি, বলে - আমি মডার্ন
বহিরাগত ভাষা,
বাঙালির মনে জায়গা নিতে
বাংলার দেশে আসা।
দেখছি ভালো বাংলার ঘরে
আমার সমাদর,
থার্টি পার্সন করেছি দখল
ভাবছে না কেউ পর।

ইতিহাস, বলে - ভাষা নিয়ে
করছ মাতামাতি,
দেখছ না কেউ অতীত খুলে
নকল কিনা খাঁটি।
আমার মাঝে খুঁজে পাবে
পুরোনো সব স্মৃতি,
স্মরণ শক্তি ভালো আমার
নাম টি তাই ইতি।

ভূগোল, বলে - আরে তোমরা
ভুলে যাচ্ছ সবে,
বিশ্বব্রহ্মাণ্ডের কথা
খুলিয়া কে কবে।
জন্ম তথ্য এই পৃথিবীর
নাই তোমাদের জানা,
আকাশ পাতাল জানতে হলে
দেখো ভূগোল খানা।

বিজ্ঞান, বলে - জ্ঞান শূন্য
তোমরা যত সব,
জ্ঞান হারিয়ে পাগল হয়ে
করছ কলরব।
জীব জগতের জন্ম তথ্য
কে বলতে পারো,
তোমরা তো সব মূর্খের দল
ছাড়ো তর্ক ছাড়ো।

গণিত বুড়ো, তখন থেকেই
ভাবে বসে বসে,
কেমন যেন গরমিল হলো
দেখি অংক কষে।
আরে, আমার দিকে নজর কেন
দিচ্ছনা কো কেউ,
পরীক্ষার ফল বেরোবে যেদিন
দেখবে কান্নার ঢেউ।।

___-----___

Date-
23/10/2024
__&&&__