কোথায় গেলো মাটির বাড়ি
কোথায় মাটির ঘর,
কোথায় গেলো পালকি চাপা
নতুন কোনে বর।

হারিয়ে গেলো হ্যারিকিন টা
লণ্ঠন কুপির আলো,
হারালো বুঝি তিন বেটারীর টর্চ
হাত পাখাটা কোথায় গেলো।

রেডিও টাও দেখা যায় না
কম পড়ে হাত ঘড়ি,
দেখা যায় না টিভির এন্টেনা
যাওয়ার পথে জ্বালানি খড়ি।

গরু ঘুরিয়ে ধান ঝাড়ানো
অনেকের আছে জানা,
কাঠের পীড়ায় ঝাড়ানোর কাজ
পিছনে পড়েছে টানা।

ঢেঁকি নামে যন্ত্র ছিল
বাংলার ঘরে ঘরে,
অদৃশ্য হয়ে এখন
নারদের সেবা করে।

চঙার মতো যন্ত্র দিয়ে
তুলতো আগে জল,
কোথায় যে গেলো সেটাও
হয়েছে বিকল।

যাতা শুধু শব্দ এখন
যন্ত্র তা নাই,
শীল পাটার কাজ কমেছে
দেখো ভেবে তাই।

আরো এমন কত কিছু
আগে ছিল ভালো,
স্মৃতি হয়ে তারা কেবল
মনে রয়ে গেলো।।

**********

Date-
০৯/১১/২০২৪
-----&&&------