মোবাইল ফোনে গ্রাস করেছে,
পুরো সমাজ টাকে;
কাজে ও অকাজে মোবাইল ফোনে,
ব্যস্ত হয়ে থাকে।

বাবা, ঠাকুরদা, মা, ঠাকুমা,
মোবাইল সবার হাতে;
সকাল সন্ধ্যা একা আমি,
সোহাগ নাই মোর সাথে।

স্কুলের মাস্টার মশাই,
মোবাইল এ তার ধ্যান;
মোবাইল থেকে মাথা সরিয়ে,
দেয় অগোছালো জ্ঞান।

পাড়ার যত দাদা, দিদি
মোবাইল ফোনে খেলে;
এই বয়সে যা খেলার কথা,
গিয়াছি সব ভুলে।

নিমন্ত্রণের পত্র খানা ও,
দিন দিন যায় কমে,
যাওয়ার কী দরকার আছে,
খবরটা দেয় ফোনে।

আমি অবোধ ছোট শিশু,
করবো কী আর একা?
মোবাইল হাতে নিলাম আজ,
তোমাদেরই শেখা।

দোষ কেনো দাও আমায় তবে,
বুঝিনা মোবাইল ছাড়া?
কাদতাম যেদিন তোমার কোলে,
ওই মোবাইল  দিয়েছিল সাড়া।

মোবাইল দিয়ে বসিয়ে রেখেছ,
আমায় তুমি একা;
মোবাইল ছিল বন্ধু আমার,
হয়নি কারো দেখা।

তোমরাই আমায় করলে এমন,
যন্ত্র দিয়ে গড়ে;
নিজেকে তাই গড়েছি আমি,
যন্ত্রের বাধা সুরে।

কেনো শুনবো তোমাদের কথা,
দিয়েছো কী সেই শিক্ষা;
বার্ধ্যকে তোমার হতেই পারে,
করিতে শেষে ভিক্ষা।

যন্ত্র দিয়ে যন্ত্র গড়ে,
মানুষ আশা করো;
মানবিকতার অধ্যায় খুলে,
নিজেকে বদল করো।।

___-----___


Date -
28/09/2024
___&&&___

বিঃদ্রঃ -
       আমি মোবাইল ব্যবহারের বিপক্ষে নই।
তবে যেভাবে ছোট বাচ্চাদের মধ্যে মোবাইল ব্যবহারের  চাহিদা বাড়ছে, তাতে কমবেশি আমরাই দায়ী। এর থেকে একটু সতর্ক হওয়া দরকার।
সেই বিষয় টি মাথায় রেখে এই কবিতাটি।


ভুলত্রুটি মার্জনীয়..!!