মনটারে তুমি করো বন্দী
আপন কারাগারে,
দিও না সেই স্বাধীনতা
দিও না অবাধে ছেড়ে।
ডানা হীন ছোট্ট পাখি
চায় যেতে উড়ে,
পারেনা আকাশ ছুঁতে
মুখ থুবড়ে পড়ে।
লাগাম বিনে ঘোড়ার পিঠে
সওয়ারি করতে গেলে,
পড়বেই পড়বে, নিশ্চিত তোমার
দুঃখ আছে কপালে।
না জানিয়া সাঁতার কৌশল
নদীতে ঝাঁপ দিলে,
যতই ছড়াও হাত পা তুমি
কূল নাহি মেলে।
যে পথেই চলো তুমি
আকাশ, মাটি, জল,
নিরাপদে পৌঁছে যাবে
জানিলে কৌশল।
সেই ভাবে, মনকে তোমার
শিক্ষা দাও আগে,
ধীরে ধীরে ছেড়ে দিও
যুদ্ধ ক্ষেত্র মাঝে।
শিক্ষা বিনে হেরেছো অনেক
সেই মহারণে,
কত অপমান হবে বলো
আপন সঙ্গী সনে।
গড়েছো যে কারাগার তুমি
নেই ভরসা তার,
আসামি বেরিয়ে এসে
খেলিছে সাঁতার।
সময় আছে শক্ত করো
কারাগারের জাল,
সৎ গুরু দায়িত্বে আছেন
শেখাতে কৌশল।
সৎ গুরু র চরণ ধরে
রস সাধন শেখো,
নিত্য জগতের আলো
নতুন ভাবে দেখো।।
____--------____
Date-
10/10/2024
____&&&____
ভোর 4:30
বিঃদ্রঃ এই কবিতাটি একটু আলাদা ভাবে, আলাদা এক জগৎ থেকে চিন্তা ভাবনার প্রতিফলন।
ভুলত্রুটি মার্জনীয়