আচরণে ব্যাকরণ নেই
নেই সম্প্রীতির ছায়া,
মিছেই চলছে অভিনয় সব
মিছেই মোহমায়া।
প্রকৃতিও হার মেনেছে
রুষ্ঠ দেব দেবী,
অকাল শ্রাবন গ্রীষ্মকালে
ভয়ানক প্রতিচ্ছবি।
গৃহস্থলীন রন্ধন গৃহ
রাজ্যের কোশাগার,
ভক্ষক হয় রক্ষাকর্তা
চারিদিক হাহাকার।
ধর্মাধ্যর্মের রণ বেঁধেছে
তোমার উমেদার,
ন্যায় দণ্ডের বাটকারা নেই
ঘুমিয়ে পাহারাদার।
রক্তের হোলি খেলায় মেতেছে
রাজ্যের জনগণ,
রক্ত দিয়ে রক্তের দাগ মোছানো
চলছে আয়োজন।
ওঠো হে.....সাম্রাজ্যর রাজা
মায়ার আভূষণ ত্যাগো,
কতকাল আর ঘুমিয়ে রবে
এবার তুমি জাগো।
টলমলিয়ে উঠবে আসন
আর পাবেনা সময় ,
সিংহাসন খানা ভাসিবে তোমার
রক্তের বন্যায়।
====*****====
Date-
১৮/০৪/২০২৫
--========--