রাজার নীতি -
হয় রাজনীতি,
বলীর পাঠা হয় জনতায়;
শকুনির ফাঁদে পড়ে -
ভাই ভাইয়ে লড়াই করে,
অন্ধে বসে শীর্ষ ক্ষমতায়।
বুদ্ধিজীবী যারা আছেন -
রাজার ভুলে চোখ বোঝেন,
পেতে ভালো রাজার আশির্বাদ;
অনাহারী পথচারী -
সুযোগের ভিখারী,
দিবারাত্রি করে প্রতিবাদ।
রাজার দয়ায় সুযোগ পেলে -
পুরনো স্মৃতি গিয়া ভুলে,
গায় রাজার মহানুভূতির গান;
সহযোদ্ধা বন্ধুরা সব -
আজো করে কলরব,
তুলো দিয়ে বন্ধ করে কান।
মূর্খ হলেও ক্ষতি নাই -
যোগ্যদের ও গতি নাই,
না থাকিলে রাজার প্রতি ভক্তি;
অশিক্ষিত রা স্কুল চালায় -
লেংরা খোড়া পুলিশ বানায়,
রাজনীতির এমনই আছে শক্তি।
সবই হয় রাজনীতিতে -
খুঁজে পাবে মহাভারতে,
রাজার সম্মুখে উলোঙ্গ হয় নারী;
কত শত জ্ঞানীগুণী -
সভামাঝে মহারাণী;
আরো ছিল ভীষ্ম ব্রহ্মচারী।
কে করিবে প্রতিবাদ -
রাজনীতিতে বাধা হাত,
চোখ বুঝিয়া 'রাজা দেখে ' তাই;
রাজধর্ম করিতে পালন -
কেউ'বা ভয়েতে লালন,
খুলিয়া মুখ পদ টি না হারাই।
আজকের দিনের মন্ত্রী নেতা -
স্মরণ করে মহাভারতের কথা,
রাজার বাক্যে দিন কে রাত কয়;
বিধুরের মনের গতি -
ধরিয়া হও মহারথী,
বিধুর শেষে কৃষ্ণ চরণ পায়।।
____-----____
Date -
25/09/2024
__&&&__