আমি  এই মাত্র শুরু করেছি আমার লিখা-লিখি-
জানিনা  আমি  কোনো ছন্দ কবিদের দেখে শিখি।
সকাল-সন্ধ্যা চেষ্টা করি লিখিবার তোরে-
অনেকে বলে লিখতে কিচ্ছু  লিখবো কেমন করেl
গাছ-পালা নদী-নালা মাথায় ঘোরে ফেরে-
লিখতে গিয়ে গুলিয়ে ফেলি ধরবো কেমন করে।
কেউ কী আমায় বুঝিয়ে দেবে লিখার রীতি-নীতি-
জানি না ছাই কী করে যাই, কী এর পরিণতি।
বেপরোয়া মনটি  আমার লিখিবারে চায়-
কোনটা লিখি কোনটা ছাড়ি আমি নিরুপায়।
এই ছন্দেই লিখে যাবো শুধু আমার মনের জন্য-
করো যদি ভালো লাগে লিখা হবে ধন্য।
জানিনা কেন লিখতে আমার বড়োই ভালো লাগে-
নেইকো আমার লিখার গুরু যার প্রয়োজন আগে।
চাইনা কোনো কবি হতে চাইনা কোনো ক্ষেতি-
পড়বে সবাই মোর কবিতা এখন করি ইতি ।।




বি: দ্রঃ
      লিখনের তারিখ সঠিক মনে নেই, তবে সপ্তম শ্রেনীর একটি খাতাতে এই কবিতাটি খুঁজে পাই...
সাল টা ছিল (2004-2005)