বিশ্ব ব্রহ্মন্ডে  সাগর অতলে
পৃথিবী ক্ষুদ্র কণা,
কত পৃথিবী রয়েছে সেথায়
নাহি বিজ্ঞানের জানা।

পৃথিবী মাঝে তিন ভাগ্ জল
এক ভাগ্  হয় ভূমি,
এই এক ভাগেতে রয়েছে যত
তৃণ ও বনভূমি।

কত শত পাহাড় পর্বত
রয়েছে ভূমি পড়ে,
তাহার চেয়েও ক্ষুদ্র অংশে
মানুষ বাস করে।

এই ক্ষুদ্র অংশ টুকু নিয়ে
লড়াই বাধে কত,
অদিকালের ঘটনা গুলো
প্রমান দেবে শত।

মহাদেশ, দেশ, রাজ্য, জেলা,
থানা, অঞ্চল, গ্রাম,
নিজেদের সুবিধা মতো মোরা
ভাগ করে নিলাম।

নিজের মধ্যে ভাগাভাগি
কোরে  মানুষ জাতি,
একের সুখে একেক জনা
করে অন্যের ক্ষতি।

তুমি আমি সবাই যদি
মানুষ হয়ে থাকি,
এক হয়েও দেশে দেশে
লড়াই কেনো বাঁধি।

কী এমন পাবে বলো
আমার সাথে লড়ে,
আমার তোমার সবকিছুই তো
সব মানুষের তরে।

এই টুকু ভুখন্ড মাঝে
যাহা কিছু পাবো,
চলো না, সবাই মিলেমিশে
ভাগ করিয়া খাবো।

  ***********

Date-
০২/১১/২০২৪
----&&&----