প্রেম বলতে বুঝতাম যাহা
সেটা আসলে মায়া,
প্রতিনিয়ত দেখতাম চোখে
প্রেমিকার প্ৰতিছায়া।
প্রেম করিতে হৃদয় লাগে
কোমল এক স্থান,
যেখানে থাকে স্বয়ং প্রেমী
শীতল করে প্রাণ।
প্রেম করেছে চন্ডি দাস
রজকীনি সনে,
বর্শি ফেলে তাকিয়ে থেকে
কথা হতো মনে মনে।
চিন্তামনির প্রেমে পড়ে
বিল্লমঙ্গল কাঁদে,
নিজে অন্ধ হলো শেষে
প্রেমের অপবাদে।
রুপাই সাজুর প্রেমের গল্প
সবার আছে জানা,
নকশিকাথার মাঠে রুপাইর
বাঁশরী যায় শোনা।
আমার প্রেমে ছিলোনা সেই
হৃদয়ের কোনো টান,
সদাই সচেষ্ট ছিলাম
রক্ষার্থে সম্মান।
প্রেমের পরশ পেতে হলে
কলঙ্কর দাগ লাগে,
যার প্রমান দিয়ে গেছেন
রাধারানী আগে।
মায়ায় পড়ে প্রেম ভাবিলাম
জীবন হলো ধ্বংস,
প্রেম যে কত গভীর শব্দ
প্রেম বিধাতার অংশ।
Date- ০৩/০১/২০২৫
-----&&&-----