রাজা পরীক্ষিত পরম বৈষ্ণব
রাজ দরবারে যায়,
জাদু গৃহে পূর্ব পুরুষের "পোশাক "
দেখিবারে পায়।

চকচকে একটি পোশাক
লাগে তাহার ভালো,
নিজ অঙ্গে পোশাক মুকুট
পরিধান করিলো।

নতুন বেশে পরীক্ষিত রাজা
দর্পনে দেখে মুখ,
যোদ্ধা সম রূপ দেখিয়া
পাইলো ভীষণ সুখ।

যোদ্ধা মনবৃত্তি লয়ে
মৃগোয়াতে যায়,
পথ ভ্রষ্ট হইয়া রাজন
কাতর পিপাসায়।

বন মধ্যে সমীক নামে
ঋষি বসে ছিল,
ধ্যানমগ্ন মুনির কাছে
রাজা হেটে গেলো।

জল চাহে ঋষির কাছে
তৃষ্ণার্ত রাজা,
প্রতিউত্তর না পাইয়া
ঋষিকে দিলো সাজা।

মৃত সর্প কাছেই ছিল
জড়াইয়া দিলো গলে,
অহংকারে রাজা তখন
ঘরে গেলো চলে।

রাজ প্রাসাদে গিয়ে যখন
মুকুট পোশাক খুলিলো,
অনুত্তপ্ত হয়ে রাজন
কাঁদিতে লাগিলো।

হায়! হায়! কী করিলাম
কে করালো পাপ,
ভাবিয়া দেখিলো রাজা
করিয়েছে মুকুট আর পোশাক।

সেই পোশাক মুকুট ছিল আগে
দুর্যোধোনের বটে,
যার কারণে পরীক্ষিতের
এই পরিনাম ঘটে।

পরবর্তী গল্প  গাঁথা
সবার ভালো জানা,
পোশাকেও অহংকার আনে
করুন বিবেচনা।
Date- 07/01/2025
-----&&&-----