আমি হিন্দু তুমি মুসলিম
লড়বো কত দিন,
মানুষ হয়ে শোধবো কবে
মানবিকতার ঋণ।

সৃষ্টি যে দিন হয়েছিল
পৃথিবীর ভুখন্ড,
ছিল কী সেদিন জাতের বিচার
হিন্দু মুসলিম দ্বন্দ্ব।

এক কষি এমিবা  হতে
জীবের সৃষ্টি হয়,
হিন্দু  মুসলিম হয়ে দেই
মোরা মিথ্যে পরিচয়।

দুই জাতের মানুষ যদি
সৃষ্টির বিভেদ হতো,
হিন্দুর রক্তে মুসলিম কী আর
জীবন ফিরে পেতো।

আল্লা হরি এক দুজনায়
যেমন জল আর পানি,
মানুষ হয়ে দাও পরিচয়
না করে হানাহানি।

Date- ০২/০১/২০২৫
--------&&&-------