খুব সকালে ঘুম ভাঙ্গার পর বাইরে গিয়ে দেখি,
পাড়ার বৌদিরা সব নাকে কাপড়ে করছে ছি ছি।
গবরের ডালি কাধে নিয়ে গোবর ফেলতে যায়,
সাতসকালে দেখিয়া তারে কারো বমি পায়।

আমি বলি আরে আরে হয়েছে টা কী?
মাথায় পোকা পড়িয়া মরেছে বকরা আর কী।
পুরো মাথা খেয়েছে পোকায় করছে কিলবিল,
দুর্গন্ধ এমন ছড়ছে যেন নাকে মারেছে কিল।

পোকা তো তার মাথা খেয়েছে সেটাই তার ধর্ম,
আমি অবাক হলাম দেখে দ্বিপদী পোকার কর্ম।
সচরাচর রাস্তা সেটা অনেকে যাতায়াত করে,
দুর্গন্ধের অজুহাতে সবাই কেটে পরে।

রাস্তার ধারে পড়িয়া আছে এই সমস্যা বড়,
কে করিবে তার সমাধি নেই দেখা যে কারো।
হুয়াক -- থু - থু করিছে সবে যাদের পুরুষ বলে,
পরেই কী থাকবে তবে মানবিকতার কোলে।

বেলা বাড়লে বাড়বে গন্ধ ছড়াবে পুরো গায়ে,
বকরা টা ছিল সমাজেরই অঙ্গ মরেছে কার দায়ে।
কেউ যদি হাত না দেয় তার কিছু আসে যায় না,
কাপড় মুখে থু থু ফেলা মানুষের সভা পায়না।

জানি মনে করো সয়না ইহা দেখলে বমি পায়,
কিন্তু না ফেলিলে সারাদিন হবে বোঝনা কী তায়।
কার উপর ভরসা করে এরিয়ে তুমি চলেছ,
নিজ দায়িত্বে কাজ না করেও বড় কথা বলছো।

একে ডাকি ওকে ডাকি কেউ দিলো না সাথ,
সবার নাকে একই সমস্যা সবাই পড়ল বাদ।
অবশেষে সিরিশ নামে আছে দাদাভাই,
তাহার কাছে গিয়া সব মনের কথা কই।

এই কাজেতে অস্তাত বটে ঘেন্না নাই তার,
নিজে হাতে কোদাল নিয়ে করিলো সৎকার।
এমন একটা সমাজ দেখছি স্বচক্ষু দিয়া,
দ্বিপদী পোকা চলছে হিসাবে জানিয়া বুঝিয়া।

      ____-------____

Date-
19/10/2024
___&&&___