পিণ্ড দান
----------
কী হয়েছে? ... বাপ মরেছে -
করবো পিণ্ড দান,
ওহে ঠাকুর, দেখুন খুঁজে -
সস্তা দামের বিধান।
ভাই আছে, বোন ও আছে -
তবুও আমি একা,
বাপ মরেছে, পাঁচ দিন হলো -
হয়নি কারো দেখা।
বউটাও আমার, গেছে চলে -
একাই রাঁধী ভাত,
কেউ নেই আর, এই ভুবনে -
কোথায় পাত - বো হাত।
তবুও,
বারো দিন তো, করতেই হবে -
বৈরাগের ওই পালন,
বাপটা যে মোর, জন্মদাতা -
করেছে আমার লালন।
অল্প কিছু, খরচ লিখ -
ফর্দ ছোট করো ,
বাপ ছিল মোর, খাঁটি মানুষ -
তাই,
রীতিনীতি সব ধরো ।
অন্ন সেবা দেই , আর না দেই -
তবুও করবো শ্রাদ্ধ,
বিধান দেবেন, এমন ভাবে -
খরচ হবে অর্ধ।
যা করেছি , জোগাড় আমি -
তাতেই স্বর্গে যাবে,
পিণ্ড দান, না করিলে -
মানুষে কী কবে।
____------____
14/09/2024