আমি যাহা জানি বুঝি,
           বোঝোনা তো কেউ;
অকারণে করো সদা,
             বৃথাই ঘেউ ঘেউ।

কোন্ দেশেতে কী ঘটেছে?
             সবই আমার জানা;
কোন্ পাড়াতে কী রটেছে?
              কে কাকে দেয় হানা।

না বুঝিয়া তোক্ক করো,
           তোমরা বোকার দল;
বোঝোনা তো কেমনে মানুষ,
           করিছে আজ ছল।

অর্থ যাহার সাথে থাকে,
             জ্ঞানী হয় সেই;
কে বোঝাবে তোমাদের সব,
                সে জ্ঞান তোদের নেই।

মুখে মুখে তক্কো করো,
            না বুঝিয়া খেলা;
পারোনি তো আইনের ফাঁদে,
             খাওনি তো ঠেলা।

পড়বে যেদিন মরণ কেশে,
            কে করিবে জামিন;
বড় বড় কথা বলো,
             না জানিয়া আইন।

কত টাকা দরকার হয়,
           আইনের দরবারে;
কোন্ ধারাতে বিচার চলে,
            কোন্ ধারাতে মারে।

দরিদ্র হয় মূর্খের জাতি,
          মুখ বুঝিয়া থাকো;
সব সমস্যার করবো বিচার,
             আদর করে ডাকো।

কিন্ত,
যেকোন সমস্যাতে,
         পাবেনা তার টিকি;
একটি বারও দেখবে না -
             সে, হইলটা কী?

কোনো কাজে হাত দেবেনা,
          সমাজের ভিতরে;
অথচ তারাই সকল কার্য করে,
              এমন ভানটি করে।

এদের জন্যই সমাজের আজ,
             হলো এমন দশা;
হাতির মতো গর্জন দেয়,
              আসলে সে মশা।

দিনে দিনে তাই যায় হারিয়ে,
             মাতব্বরের রাজ;
ব্যক্তিত্বহীন দের ভুলে সমাজে,
               সাধারণে করে কাজ।।

              ____----____

Date-
01/10/2024
___&&&___