মনের কোঠাঘর হতে যে জন যায় চলে,
তার শর্ত বা চাহিদা হবেনা পূরণ, যেতো যদি বলে।
কোনো অভিযোগ থাকতোনা তার উপর,
বলতো যদি, আমাকে তুমি করোনা নির্ভর।
তবুও আসস্ত হতো এই মন,
হতে যে পারিনি তার মনের মতন।
এই দিয়েই সান্তনা দিতাম নিজেকে,
সে সুখী হউক সব দিক থেকে।
কিন্তু,
কিছু না বলে চলে যাওয়া কী বা বোঝালো,
আমি ঠিক থাকবো নাকি হবো অগোছালো।
কী বা নির্ণয় করলো সে বুঝবো কী আমি,
তার কাছে কী আমি মূল্যহীন নাকি দামি।
না, পারিনি আমি পারিনি এই কঠিন নির্ণয় নিতে,
পাগল হয়ে ঘুরেছি, নিজে হেরেছি শতবার তার ওই জিতে।
তবুও
বিদ্রুপ, বিতৃষ্ণা আসেনি কখনো, আসেনি কোনো অভিশাপ তার প্রতি,
শুভকামনা জানিয়েছি বারবার,
নিজে কলঙ্ক সাগরে ডুবেছি,
তারে করিতে সতী।
আজ সে সুখে আছে, জানিয়া আমি শান্তি পাই মনে,
হয়তো সে আমার কাছে থাকলে, এই সুখ কখনো পেতো না, তার জীবনে।
আমি মনে মনে, ধন্যবাদ করি অদৃশ্য বিধাতায়,
যা করেছো সবই ভালো, তবুও মন কেন নীরবে কেঁদে যায়???
*********************
Date-
১০/১১/২০২৪